গণপ্রজতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ
জাতীয় সঞ্চয় অধিদপ্তর
জেলা সঞ্চয় অফিস/ব্যুরো
কদমতলা রোড, পঞ্চগড়।
জেলা সঞ্চয় অফিস/ব্যুরো, পঞ্চগড় এ চালু সঞ্চয় স্কিমসমূহ :
১. পরিবার সঞ্চয়পত্র (৫বছর মেয়াদী)
Ø মুনাফার হার ১১.৫২% (প্রতি মাসে প্রতি লাখে নীট মুনাফা ৮৬৪/- টাকা)।
মেয়াদ পূর্তির পূর্বে সঞ্চয়পত্রের মূল টাকা নগদায়ন করা যায় । সেক্ষেত্রে সঞ্চয়পত্রের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বছর পূর্তিতে যথাক্রমে ৯.৫০%, ১০.০০%, ১০.৫০% এবং ১১.০০% হারে মুনাফা প্রদান করা হয়।
Ø ১৮(আঠার) ও তদুর্ধ্ব বয়সের যে কোন বাংলাদেশী মহিলা, যে কোন বাংলাদেশী শারীরিক প্রতিবন্ধী (পুরষ ও মহিলা) এবং ৬৫(পঁয়ষট্রি) ও তদুর্ধ্ব যে কোন বাংলোদেশী (পুরষ ও মহিলা) নাগরিক। সর্বনিম্ন ১০,০০০/- টাকা হতে সবের্বাচ্চ ৪৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন।
২. পেনশনার সঞ্চয়পত্র (৫বছর মেয়াদী)
Ø মুনাফার হার ১১.৭৬% (প্রতি তিন মাসে প্রতি লাখে নীট মুনাফা ২৬৪৬/- টাকা)
মেয়াদ পূর্তির পূর্বে সঞ্চয়পত্রের মূল টাকা নগদায়ন করা যায় । সেক্ষেত্রে সঞ্চয়পত্রের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বছর পূর্তিতে যথাক্রমে ৯.৭০%, ১০.১৫%, ১০.৬৫% এবং ১১.২০% হারে মুনাফা প্রদান করা হয়।
Ø অবসরপ্রাপ্ত সরকারী, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারী, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত মাননীয় বিচারপতিগণ, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং মৃতচাকুরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী/স্ত্রী/সন্তান। প্রাপ্ত আনুতোষিক ও ভবিষ্যত তহবিলের অর্থ মিলিয়ে একক নামে সর্বোচ্চ ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন।
৩. তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র (৩বছর মেয়াদী)
Ø মুনাফার হার ১১.০৪% (প্রতি তিন মাসে প্রতি লাখে নীট মুনাফা ২৪৮৪/- টাকা)।
মেয়াদ পূর্তির পূর্বে সঞ্চয়পত্রের মূল টাকা নগদায়ন করা যায়। সে ক্ষেত্রে সঞ্চয়পত্রের ১ম ও ২য় বছর পূর্তিতে যথাক্রমে ১০% এবং ১০.৫০% হারে মুনাফা প্রদান করা হয়।
Ø সকল শ্রেণী ও পেশার বাংলাদেশী নাগরিক একক নামে সর্বোচ্চ ৩০ (ত্রিশ) লক্ষ অথবা যুগ্ম নামে সর্বোচ্চ ৬০ (ষাট) লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন।
৪.পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র (৫ বছর মেয়াদী)
Ø মুনাফার হার ১১.২৮% (মেয়াদান্তে প্রতি লাখে নীট মুনাফা-৫০৭৬০/- টাকা। )
মেয়াদ পূর্তির পূর্বে সঞ্চয়পত্রের মূল টাকা নগদায়ন করা যায়। সে ক্ষেত্রে সঞ্চয়পত্রের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বছর পূর্তিতে যথাক্রমে ৯.৩৫%, ৯.৮০%, ১০.২৫% এবং ১০.৭৫% হারে মুনাফা প্রদান করা হয়।
Ø সকল শ্রেণী ও পেশার বাংলাদেশী নাগরিক একক নামে সর্বোচ্চ ৩০ (ত্রিশ) লক্ষ অথবা যুগ্ম নামে সর্বোচ্চ ৬০ (ষাট) লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন।
সঞ্চয়পত্রে বিনিয়োগ করুন, জাতীয় অর্থনীতিতে অবদান রাখুন ।
প্রচারে :
জেলা সঞ্চয় অফিস/ব্যুরো, পঞ্চগড়
জাতীয় সঞ্চয় অধিদপ্তর,
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয় ।
ক্রয় করতে যা লাগবে :
১. ক্রেতার জাতীয় পরিচয়পত্র এর ফটোকপি ও দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ।
২. ক্রেতার নিজ নামে ব্যাংক হিসাব নম্বর।
৩. ১,০০,০০০/- টাকার উধ্বে সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে ক্রেতার টিআইএন সার্টিফিকেট।
৪.নমিনীর জাতীয় পরিচয়পত্র এর ফটোকপি ও দুই কপি পাসপোর্ট সাইজের ছবি
৫. পেনশনধারীরর প্রাপ্ত আনুতোষিক ও ভবিষ্যত তহবিলের মঞ্জুরীপত্র।
৬. পেনশন বই এর ফটোকপি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস